‘ভালোবেসে ফেলেছি’…সৌরভের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন ডোনা গঙ্গোপাধ্যায়

ডোনা গঙ্গোপাধ্যায়

সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের দাম্পত্য জীবনের প্রায় ২৯ বছর। তাদের প্রেম কাহিনী অজানা নয়। তাদের একসঙ্গে দেখতে ভীষণ পছন্দ করেন মানুষ।

এবার সৌরভ পত্নী তার সঙ্গে ছবি দিয়ে লিখলেন ‘ভালোবেসে ফেলেছি’। কার প্রেমে পড়লেন ডোনা। সকাল সকাল লন্ডনে স্বামীর সঙ্গে প্রাতঃভ্রমণের ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে ডোনা লেখেন, এই আকাশ আর মেঘমালাদের ভালোবেসে ফেলেছি।’

ছবিতে দেখা যাচ্ছে নীল কুর্তি সঙ্গে নীল জ্যাকেট ও কালো জিন্স পরে পরে ডোনা, অন্যদিকে সৌরভের পরনে বাদামি রঙের টি-শার্ট, নীল জিন্স ও সবুজ জ্যাকেট। সেই ছবিতে তাদের দুজনকে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Dona Ganguly (@dona_ganguly_39)