জি-বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন নবাগতা অভিনেত্রী সুস্মিতা দে। প্রথম ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা মেলে। তবে দ্বিতীয় ধারাবাহিক ‘বৌমা একঘর’ যেন দর্শকের মনে সাড়া জগাতেই পারল না। কম টিআরপি আর দর্শকের প্রতিক্রিয়ার জন্য মাত্র তিন মাসেই বন্ধ ধারাবাহিক। শেষ শুটিংও। মাত্র তিন মাসেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় বেজায় মন খারাপ অভিনেত্রীর।
‘বৌমা একঘর’ ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা ছিল। যেখানে ভিলেন কলকাঠি থেকে শুরু করে মজার কান্ড-কারখানা দেখানো হত। দর্শকের চাহিদা মাথায় রেখেই তৈরি হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু মাত্র তিন মাসেই ছন্দপতন।
এই প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইকে অভিনেত্রী জানিয়েছে,”তিনি জানতেন না। আচমকাই খবর পান ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার। বেজায় মন খারাপ তার। কোনও কিছু শুরু হলে শেষ হবেই। কিন্তু এত তাড়াতাড়ি আশা করেনি অভিনেত্রী। তবে ধারাবাহিক দর্শকের কেন পছন্দ হল না সত্যিই বুঝতে পারছে না সুস্মিতা।