বাংলা টেলিভিশন জগত থেকে হারিয়ে গেছেন তাদের মধ্যে একজন হলেন অভিনেতা সঞ্জীব দাশগুপ্ত। একসময় দাপিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বর্তমানে তিনি যেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন।
সুদর্শন চেহারা এই অভিনেতা অনেক মহিলা ভক্তদের মন জয় করে নিয়েচিল। প্রচুর বাংলা সিনেমা এবং ধারাবাহিকে কাজ করেছেন। বহু বছর বাদে এক সাক্ষাৎকারে ধরা দিলেন সঞ্জীব দাশগুপ্ত। আচমকাই অভিনয় জগত থেকে হারিয়ে যাওয়া নিয়ে আক্ষেপ জানালেন অভিনেতা।
অভিনেতা সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সবাই আমার বন্ধু কিন্তু ইন্ডাস্ট্রিতে আমি কারো বন্ধু নই।একটা সময় নায়ক চরিত্রে পরপর কাজ করেছি কিন্তু ভিক্ষে করে কোনদিন কারো কাছে মাথা নত করতে আমি রাজি না। তাই হয়তো ইন্ডাস্ট্রিতে তেমনভাবে খুব একটা কাজ পাওয়া যায় না এখন। কিন্তু আমি কাজ করবো না তাও ভালো, কারো কাছে মাথা নিচু করবো না কোনদিন। আমি সবসময় চরিত্রটাকে ভালোবেসেছি, চরিত্রটা কি কতটুকু কখনো মাথায় রাখিনি। এমনও হয়েছে একটা ছবিতে আমার চরিত্র দর্শকের কাছে খুব বেশি প্রাধান্য পেয়েছে, দর্শকের আমার চরিত্র মূল হিরোর চরিত্রের থেকে বেশি পছন্দ করেছে। তারপর হঠাৎ করেই ছবির পরিচালক হিরো আমার সাথে কথা বন্ধ করে দেয়। দেখা হলে মুখ ঘুরিয়ে সামনে থেকে চলে যায়।’
সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/sanjeev-dasgupta-caught-in-a-interview-25860