Sukanya Samriddhi Yojana।সুকন্যা সমৃদ্ধি যোজনা আবেদন কীভাবে করবেন?

53010810_2262332317388850_3831955029522944602_n

সূত্রঃ- www.instagram . com

Sukanya Samriddhi Yojana In Bengali

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একটি পরিকল্পনা শুরু করেছেন, যার নাম Sukanya Samriddhi Yojana ( সুকন্যা সমৃদ্ধি যোজনা)। এর আগেও Pradhanmantri Awas Yojana, Pradhanmantri Jan Dhan Yojana চালু করা হয়েছিল।

আমাদের ভারতের মেয়েদের বর্তমান অবস্থার কথা মাথায় রেখে সুকন্যা সমৃদ্ধি যোজনার পদক্ষেপ নেওয়া হয়েছিল । 10 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য উচ্চ শিক্ষা এবং বিয়ের খরচ সঞ্চয় করার জন্য কেন্দ্রীয় সরকারের Sukanya Samriddhi Yojana ( সুকন্যা সমৃদ্ধি যোজনা ) একটি ভালো মাধ্যম। আপনি যদি আপনার মেয়ের ভবিষ্যতের জন্য Saving Account খুলতে চান, তাহলে আপনিও এই প্রধানমন্ত্রীর এই পরিকল্পনার অধীনে একাউন্ট খুলতে পারেন। তবে তার আগে আপনাকে জানতে হবে Sukanya Samriddhi Yojana কি? এই যোজনার সুবিধা এবং বিস্তারিত তথ্য। তাই আজকে এই নিবন্ধে আপনাদের Sukanya Samriddhi Yojana ( সুকন্যা সমৃদ্ধি যোজনা ) সমস্ত Details আপনাদের জানাব।

12784080_527927130712671_252338627_n

সূত্রঃ- www.instagram . com

What is Sukanya Samriddhi Yojana?

আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2015 সালে Sukanya Samriddhi Yojana শুরু করেছিলেন। এই প্রকল্পটি দেশের মেয়েদের উচ্চ শিক্ষা এবং বিয়ের খরচের জন্য Beti Bachao Beti Padhao প্রচারভিযানের অধীনে বাস্তবায়ন করা হয়েছে। Sukanya Samriddhi Yojana ( সুকন্যা সমৃদ্ধি যোজনা ) আমাদের দেশের মেয়েরা যাতে পিছিয়ে না থাকে তার জন্যই পদক্ষেপ চালু করার সিধান্ত গ্রহণ করেছিলেন। আগেও সরকার এই ধরনের যোজনা উদ্যোগ নিয়েছিল তবে তা ছেলেদের জন্য।

আপনার যদি কন্যা সন্তান থাকে, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীর এই যোজনায় সুবিধা লাভ করা উচিত। আপনার স্বল্প সঞ্চয় গড়ে দেবে আপনার ছোট মেয়েটির ভবিষ্যৎ। মেয়ের উচ্চ শিক্ষা এবং বিয়ের খরচের জন্য আপনাকে আর ভাবতে হবে না। কন্যার ১০ বছর বয়সের মধ্যেই এই Account খুলতে হবে।

সুপারিশ নিবন্ধন :-

sukanya samriddhi yojana

সূত্রঃ- 1.bp.blogspot . com

Benefits Of Sukanya Samriddhi Yojana

  • আপনার যদি দুটি কন্যা সন্তান থাকে, তাহলে দুই কন্যা সন্তানই সরকারের এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারে।
  • 10 বছরের কম বয়স পর্যন্ত (0-10 years) ভারতের সকল মেয়েদের এই সুবিধা দেওয়া হয়েছে । কন্যার পিতা অথবা মা তার মেয়ের পড়াশুনো এবং বিয়ের খরচের জন্য ব্যাংকে অথবে পোস্ট অফিসে মেয়ের নামে Account খুলতে পারবে।
  • মেয়ের 14 বছর পর্যন্ত ব্যাংক একাউন্টে টাকা জমা করতে হবে এবং ২১ বছর বয়সে Account এর মেয়াদ পূর্তি হবে।
  • যদি আপনি মেয়ের বিয়ে 18 বছর বয়সে দিতে চান, তাহলে আপনি Account বন্ধ করে দিতে পারবেন।
  • আপনার Account এ জমা দেওয়া টাকা আপনি মেয়ের উচ্চ শিক্ষার জন্য তুলতেও পারবেন। কিন্তু তার জন্য আপনার মেয়ের বয়স 18 বছর হতে হবে।
  • এই প্রকল্পের অধীনে আপনি বেশি সুদ পাবেন।
  • এই একাউন্টে প্রতি বছর কমপক্ষে 1000 টাকা জমা দিতে হবে এবং বছরে 5 লাখ টাকার বেশি টাকা জমা দিতে পারবেন না।
  • 18 বছর বয়স হয়ে গেলে account holder নিজেই যোজনার নিয়ম অনুসারে Account থেকে অর্থ তুলতে পারবে।
  • 18 বছর হওয়ার পর তার উচ্চ শিক্ষার জন্য 50% অর্থ তুলতে পারবে।
  • 18 বছর পর যদি বিয়ে করে তাহলে তার জন্যও টাকা তুলে নিতে পারবে।
  • এই প্রকল্পের অধীনে খোলা Account এ জমা অর্থের উপর সরকার 80C নিয়মনুযায়ি কোন ট্যাক্স গ্রহণ করবে না। অর্থাৎ দেড় লক্ষ টাকা জমালে তার উপর কর ছাড় মিলবে।
  • এই প্রকল্পের অধীনে Account যেকোনো ব্যাংকে Transfer করা যাবে।
  • এই যোজনার অধীনে আপনি টাকা যেকোনোভাবে জমা করতে পারেবেন। অর্থাৎ Cash, cheque অথবা অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারেন।
  • সুকন্যা সমৃদ্ধি সুদের হার 8.1%।

নোটসঃ
যদি কোনো কারণে মা বাবা অথবা অভিভাবক এই Account এ প্রয়োজনীয় পরিমাণ টাকা ( প্রতি বছর ১০০০ টাকা) জমা না করতে পারে তাহলে Account বন্ধ করে দেওয়া হবে । পুনরায় তিনি যদি আবার Account চালতে চান প্রতি বছর 50 টাকা জরিমানা দিতে হবে।

sukyanya samridhi

সূত্রঃ- img.navodayatimes . in

Sukanya Samriddhi Yojana Eligibilty

• Sukanya Samriddhi Yojana শুধুমাত্র মেয়েরাই অংশগ্রহণ করতে পারবে ।
• আপনার মেয়ের বয়স ১০ বছর হলে তখন সে নিজের Account নিজে পরিচলনা করতে পারবে।
• যেসমস্ত মেয়েদের জন্য আবেদন করা হবে তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার বয়স ১০ বছর অথবা তার কম হতে হবে।
• Sukanya Samriddhi Yojana ( সুকন্যা সমৃদ্ধি যোজনা ) অধীনে যেসমস্ত মেয়েদের Account খোলা হবে, সেই মেয়ের বাবা, মা অথবা অভিভাবক সেই Account চালাবেন এবং এই Account এর Transaction তারাই করবে।

sukyana 1সূত্রঃ- welcomenri . com

Documents required For Sukanya Samriddhi Yojana

• কন্যার জন্মের প্রমাণপত্র (Birth Certificate)
• অভিভাবকের পরিচয়পত্র।
• অভিভাবকের ভোটার কার্ড (Voter Card)
• অভিভাবকের প্যান কার্ড (Pan Card)
• অভিভাবকের রেশন কার্ড।
• অভিভাবকের পাসপোর্ট সাইজের ফটো।
• অভিভাবকের ড্রাইভিং লাইসেন্স।
• ইলেক্ট্রিক বিল।
• টেলিফোন বিল।

sykana 2

সূত্রঃ- cdn.zeebiz . com

How To Apply For Sukanya Samriddhi Yojana?

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনি Bank (ব্যাংকে) অথবা Post office এ আবেদন করতে পারবেন। নীচে কীভাবে আবেদন করবেন দেওয়া রইল-

  • আবেদন করার জন্য আপনার এলাকার নিকটবর্তী Bank বা Post office এ যান।
  • Sukanya Samriddhi Yojana ফর্ম সগ্রহ করুন এবং ফর্মে থাকা প্রয়োজনীয় তথ্য দিয়ে Form Fill Up করতে হবে।
  • ফর্মে সঙ্গে প্রয়োজনীয় Documents জমা করতে হবে।
  • এবং সেখানে কর্মচারী আপনার Documents যাচাই করে আপনাকে Bank Account খুলতে সাহায্য করবে।
  • এরপরে আপনাকে সামান্য কিছু টাকা দিয়ে Bank Account খুলতে হবে। এবং তারাই আপনাকে এই প্রকল্পের সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে দেবে।

আপনি চাইলে অনলাইন থেকেও Form Download করতে পারেন। অনলাইনে Form Download কারর জন্য নীচে দেওয়া লিংকটি ক্লিক করুন

Click here – Sukanya Samriddhi Yojana Form

আশা করব, আপনাদের আজকের নিবন্ধটি ভালো লাগবে । আরও বিভিন্ন ধরনের প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে আমাদের অন্যান্য পেজগুলি লক্ষ্য রাখবেন।

সারকথাঃ

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেক অভিভাবকের এই প্রকল্পে আবেদন করা উচিত।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ 

প্রঃ শুধুমাত্র মেয়ারাই কি Sukanya Samriddhi Yojana জন্য Apply করতে পারবে?

উঃ হ্যাঁ, সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প শুধুমাত্র নারীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চালু করা হয়েছে।

প্রঃ Online এ কি আবেদন করা যাবে?

উঃ Online এর মাধ্যমে আপনি Form Download করতে পারবেন। তবে, আপনাকে Bank বা Post office এ জমা করতে হবে।

প্রঃ Sukanya Samriddhi Yojana আবেদনের জন্য কি কি Documents লাগবে?

উঃ কন্যার Birth Certificate, অভিভাবকের Voter Card, Pan Card, রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, ইলেক্ট্রিক বিল, ইলেক্ট্রিক বিল এবং আপনার যদি গাড়ি থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স।

প্রঃ ভারতের সকল মেয়েদের জন্য কি এই প্রকল্পের সুবিধা পাবে?

উঃ হ্যাঁ, ভারতে সমস্ত মেয়রাই এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে।

প্রঃ এই প্রকল্পের Account খোলার জন্য বয়স কত হতে হবে?

উঃ এই প্রকল্পের Account করার জন্য কন্যার বয়স 10 বছর অথবা 10 বছরের কম হতে হবে। না হলে সে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না।

প্রঃ Post office এ আবেদন করা যাবে?

উঃ হ্যাঁ, Bank বা Post office যেকোনো জায়গায় আপনি আবেদন করতে হবে।

প্রঃ এই প্রকল্পের জন্য কত টাকা Saving করতে হবে?

উঃ এই প্রকল্পের জন্য প্রতি বছর আপনাকে কমপক্ষে 1000 টাকা জমা করতে হবে।

প্রঃ কত বছর পর্যন্ত এই Account এ টাকা জমাতে হবে?

উঃ মেয়ের 14 বছর পর্যন্ত Bank Account এ টাকা জমা করতে হবে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here