সাবিত্রী-লিলির প্রথম পারিশ্রমিক কত ছিল? জানলে অবাক হবেন

সাবিত্রী চট্টোপাধ্যায়

বাংলা ফিল্ম জগতের তারকাদের কথা উঠতেই সবার প্রথমে যাদের কথা মনে পরে তারা হলেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী। যারা আজও চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র।

তবে সেইসময়ের অভিনয় জগত এখন অনেকটাই আধুনিক। বদলেছে ইন্ডাস্ট্রির ধরণ ধারণ, সেইসঙ্গে কাজের ধরনও। আর একটা দিক পরিবর্তন হয়েছে তা হল অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক। বর্তমান অভিনয় জগতে কেমন পারিশ্রমিক পাওয়া তা অবশ্য কমবেশি সকলেরই জানা। কিন্তু জানেন কি চলচ্চিত্রের স্বর্ণযুগে কেমন পারিশ্রমিকে কাজ করতেন অভিনেতা অভিনেত্রীরা।

সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীরা, যারা আজও পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। তবে প্রথম জীবনে কত পারিশ্রমিকে কাজ করেছেন এই অভিনেত্রীরা? বাংলাদেশ থেকে এপার বাংলায় আসা সাবিত্রী চট্টোপাধ্যায় ফ্রক পরার বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন। ১৯৫২ সালে ‘পাশের বাড়ি’ নামক ছবিতে প্রথম অভিনয় করেছিলেন ছোট্ট সাবিত্রী। পারিশ্রমিক পেয়েছিলেন ২০০ টাকা।

অন্যদিকে আজ পর্দায় ছক্কা হাকাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী। মধ্যপ্রদেশে বড় হওয়া, এখানে এসেছিলেন একটি নাটকে অভিনয় করতে। এরপর ১৯৫৮ সালের ‘ভানু পেল লটারি’র হাত ধরে অভিনয় শুরু লিলি চক্রবর্তীর। সে সময়ে দাঁড়িয়ে ৫০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।