বাংলা টেলিভিশন চ্যানেলে আসছে একাধিক নতুন ধারাবাহিক। বন্ধ হতে চলেছে বেশ কিছু বাংলা ধারাবাহিক। ইতিমধ্যে বিদায় নিয়েছে একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিক। জি-বাংলার পুবের ময়না ধারাবাহিকও বন্ধ হতে চলেছে।
তবে শোনা যাচ্ছে আরও একটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে। আগামী জানুয়ারি মাসে নাকি বন্ধ হতে চলেছে স্টার জলসার পুরনো ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। স্টার জলসার বহু পুরনো ধারাবাহিক। ঐশানী আর শঙ্করের গল্প দিয়েই ধারাবাহিক জনপ্রিয়তা পায়। এরপর ধারাবাহিক লিপ নেওয়ার পর জনপ্রিয়তা কমতে থাকে।
যদিও অফিশিয়ালি এখনো জানা যায়নি। অভিনেতা-অভিনেত্রীরা বন্ধের খবর জানায় নি। তবে টেলি পাড়ায় জোর গুঞ্জন বছরের শুরুতেই শেষ হচ্ছে এই ধারাবাহিক।
সুত্রঃ tollygossip . com