ফের দুঃসংবাদ! নতুন ধারাবাহিকের জন্য বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় মেগা

জনপ্রিয় মেগা

বাংলা বিনোদন চ্যানেলগুলিতে আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। টিআরপি রেটিং (TRP) একটু কম হলেই চ্যানেলের ভ্রূকুটি। এই মুহূর্তে, বাংলা টেলিভিশনের একমাত্র লক্ষ্য হল টিআরপি আর স্লট। টিআরপির কমায় বিদায় ঘণ্টা বাজছে একাধিক ধারাবাহিকের। গল্প একটু ঢিমেতালে এগোলেই বদলে যাচ্ছে স্লট, বন্ধ হচ্ছে ধারাবাহিক।

‘উড়ান’-এর পর স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’। যার প্রোমো ইতিমধ্যে দর্শক দেখে ফেলেছেন। এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা হানি বাফনা।

অন্যরকম কনসেপ্ট নিয়ে পর্দায় আসছে এই ধারাবাহিক। তবে প্রোমো সামনে আসেনি। ধারাবাহিকের টাইম স্লট নিয়ে বেশ কৌতূহল রয়েছে সোনামণির ভক্তদের মধ্যে। যেকোনো নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যায় কোনও এক পুরনো ধারাবাহিক।

হরগৌরী পাইস হোটেল

‘শুভ বিবাহ’-এর জন্য কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে? শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যেতে পারে জলসার এক পুরনো ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুভস্মিতা মুখোপাধ্যায় এবং অভিনেতা রাহুল মজুমদার। বহুদিন ধরেই এই ধারাবাহিকে বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছে। টিআরপি কমতেই এবার চ্যানেলের নিশানায় রয়েছে এই মেগা।