বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী নবনীতা মালাকার। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী। ২০১৫ সালে কালার্স বাংলায় ‘আপনজন’ ধারাবাহিকে হাত ধরে অভিনয় জগতে ডেবিউ হয়। এরপর জি-বাংলায় ‘এই ছেলেটা ভেলভেলেটা’-তে খলনায়িকা ঐশ্বরিয়ার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন।
‘পুণ্যি পুকুর’, ‘মনসা’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্যে’, ‘মঙ্গল চণ্ডী’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন নবনীতা। কিন্তু প্রধান চরিত্র থেকে হঠাৎ সাইড রোল কেন? এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।
অভিনেত্রী নবনীতা মালাকার জানান, “আমি প্রচুর লিড ক্যারেক্টারে অভিনয় করার অফার পেয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণ সেগুলো করে ওঠা হয়নি। কাজ না থাকায় অনেকদিন বসে ছিলাম। সেকেন্ড লিড চরিত্র করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমার বাবা-মা দুজনেই অসুস্থ। তাঁদের ওষুধ লাগে সবসময়। আমার সংসারটা পুরোটাই আমার উপর নির্ভরশীল। আমার কাছে যা ছিল তা দিয়ে আমি এক বছর টেনে দিয়েছি। তারপর মনে হয়েছে না এবার আমার কিছু একটা করতে হবে। লাইফে কিছু সময় চয়েস চলে আসে। তো আমার চয়েজ এটাই এসছে যে আমার বাবা-মা আমার লাইফে বেশি গুরুত্বপূর্ণ। ওদের জন্য আমি যে কোন কিছু করতে পারি। ওরা না থাকলে আমি কাদের জন্য কাজ করবো। ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস জন্যই কিছু সময় কিছু কাজ করে নেওয়া ভালো। আর এই অফারটা ভালোই ছিল। আর তাছাড়া দিনের শেষে পারফরম্যান্স কথা বলে”।