আর জি-বাংলা নয়! এবার স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী অনন্যা গুহা

অভিনেত্রী অনন্যা গুহা

বাংলার ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী অনন্যা গুহা। যাকে আপনারা মিঠাই ধারাবাহিকের পিংকি জি হিসাবে চেনেন। এছাড়াও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার মেয়ে চরিত্রে অভিনয় করেছিলেন।

মিঠাই ধারবাহিক লিপ নিতে আর সেই ধারাবাহিকে দেখা যায়নি অনন্যাকে। তবে তার আর স্যান্ডির জুটিতা ভালোই জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। ‘লক্ষ্মী কাকিমা’র পর আবার নতুন ধারাবাহিকে ফিরলেন এই অভিনেত্রী।

আজ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। আর এই ধারাবাহিকেই চন্দ্রাবতী চরিত্রে দেখা যাবে অনন্যাকে। জি-এর পর এবার স্টার জলসার হাত ধরে ফিরলেন এই অভিনেত্রী। এই ধারাবাহিকে একেবারেই অন্য অবতারে ধরা দিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here