ক্রুশল আহুজার পর সোমরাজ! ‘তিন বছর পর অভিনয়ে ফিরতে পেরে খুশি’, বললেন পর্দার ‘অলক্ষ্মী’ বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়

অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়

‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি ‘র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছিলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। তবে মাঝে ছোটপর্দা থেকে দূরে চলে গিয়েছিলেন অভিনেত্রী।

শোনা যায়, ভালো চরিত্রে সুযোগ মিলছিল না, তাই কাজ ছিল না। তবে এরমাঝে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। তবে বহুদিন তাকে ছোটপর্দায় মিস করছিল সকলে। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ‘রানু পেল লটারি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনেতা ক্রুশল আহুজার বিপরীতে তাকে দেখা গিয়েছিল।

ক্রুশল আহুজা এবং বিজয়লক্ষ্মী’র জুটি বেশ ভালো সাফল্য পেয়েছিল পর্দায়। ক্রুশল পর এবার সোমরাজের নায়িকা তিনি। বহুদিন পর ‘চিনি’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরলেন তিনি। স্টার জলসার ‘চিনি’ ধারাবাহিকে ইন্দ্রাণীর পরিবর্তে দেখা যাচ্ছে বিজয়লক্ষ্মীকে।

এতদিন পর পর্দায় ফিরে আনন্দ বাজার অনলাইনকে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বিজয়লক্ষ্মী। অভিনেত্রী জানান, “তিন বছর পর সিরিয়ালে অভিনয় করছি। বেশ ভাল লাগছে। চরিত্রটাও অন্য রকম। এত দিন ইন্দ্রাণীকে দেখেছেন। মাঝ পথে এই চরিত্রে অভিনয় করা তো আরও কঠিন কাজ। মন দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।”