জি বাংলায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক ‘গৌরী এল’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্সে’র প্রতিযোগী মেঘনা মাইতি। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করল মেঘনা। এখানে তার চরিত্রের নাম গৌরী।
গৌরী যিনি আর পাঁচটা মেয়েদের থেকে একটু আলাদা। মনেপ্রাণে ভগবানে বিশ্বাসী। গল্পের নায়ক অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় তথা ইশান একজন ডাক্তার, যিনি ভগবানে বিশ্বাস করেন না।
যারা নিয়মিত ‘গৌরী এল’ ধারাবাহিক দেখেন, তারা জানেন চিকিৎসা করতে প্রত্যন্ত গ্রামে এসেছেন ডাক্তার ঈশান। তিনি একজন ধনন্তরী ডাক্তার।
সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, গ্রামের চিকিৎসা কেন্দ্রের একটি ঘরে প্রতিষ্ঠা করা হয়েছে মা কালির মূর্তি। ঈশান তা দেখে, কালি মূর্তি সরানোর আদেশ দেন, কারণ তিনি সেই জায়গায় গ্রামের মানুষের বসার জায়গা করবে। কিন্তু গৌরী এসে রুখে দাঁড়ায়। ঈশানের মুখের উপর সে জানায়, ‘মায়ের মূর্তি সরানো যাবে না’।