‘প্রায় ১৫ বছর হতে চলল বাপি চলে গেছেন’! বাবার স্মৃতিতে আবেগপ্রবণ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

শুভেন্দু চট্টোপাধ্যায়

প্রয়াত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় এর স্মৃতিতে আবেগপ্রবণ ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়। ২০০৭ সালে মারা যান প্রতিভাবান অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেছে। অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় একজন বড় মাপের অভিনেতা ছিলেন পাশাপাশি পেশায় একজন চিকিৎসক।

২০০৭ সালে বাবার মৃত্যুর পর বাবার উদ্দেশে একটি কবিতা লিখেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ১৫ বছর আগে বাবাকে নিয়ে লেখা সেই কবিতা ফেসবুকে পোস্ট করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কবিতাটি পোস্ট করে অভিনেতা জানান, “প্রায় ১৫ বছর হতে চলল বাপি চলে গেছেন। সেই সময়, ২০০৭ সাল নাগাদ বাপির জন্য আমি কয়েকটি লাইন লিখি। সেই লেখা কোথায় যেন, বই-এর পাতার মধ্যে হারিয়ে যায়। হঠাৎ করে সেদিন সেই লেখাটা খুঁজে পেলাম। ভাবলাম, আপনাদের সাথে আমার এই স্মৃতিটা ভাগ করে নি”।

বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্য শাশ্বতর লেখা সেই কবিতাটি হল –

‘বাপি তুমি কার, আমার না সবার?
বাপি বলল দূর বোকা, আমি শিল্পী,
শিল্পী কি কারো একার?
যে ভালবাসবে আমি তার…

পাশ করেও ছেড়েছি ডাক্তারী,
করেছি মানুষের মনে সার্জারী,
কখনও হাসিয়ে কখনও কাঁদিয়ে
(আজ) করেছি নক্ষত্রলোক পার
শিল্পী কি কারো একার?
যার মন আছে আমি তার…

সব বুঝেছি বাপি, তবু প্রশ্ন জাগে…
বাপি তুমি কার, আমার না সবার?’

সন্তানের জীবনে পিতার অবদান কি ভোলা যায়? ঠিক তেমনি ভুলতে পারেননি শাশ্বত চট্টোপাধ্যায়। আজও বাবাকে মিস করেন অভিনেতা। বাবার স্মৃতিতে আজও ভারাক্রান্ত তার মন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here