পারুল-রায়ানকে ছাপিয়ে পার্শ্বচরিত্রে মন জয় করছে গোপাল-রুক্মিণী’র জুটি

গোপাল-রুক্মিণী

টিআরপির তালিকায় বাংলার সেরা ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘পরিণীতা’। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকের গল্প দর্শকের মন জয় করছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিংহ রায় এবং অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়।

পারুল এবং রায়ান দুই বিপরীত ধর্মী মানুষের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে এই গল্পে। তবে প্রধান জুটির পাশাপাশি ধারাবাহিকে পার্শ্বচরিত্রের আরও এক জুটি গোপাল আর রুক্মিণী দর্শকের প্রিয় জুটি হয়ে উঠেছে।

ধারাবাহিকে গোপাল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখার্জি এবং রুক্মিণীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অনন্যা দাস। দুজনেই ছোটপর্দায় পরিচিত মুখ।

তবে দর্শকের প্রতিক্রিয়া অনুযায়ী, রায়ান আর পারুলের জুটির চেয়েও দর্শকের সবচেয়ে বেশি পছন্দের গোপাল আর রুক্মিণীর জুটি। গোপাল আর রুক্মিণীর গল্প বেশি করে দেখার অনুরোধ জানাচ্ছেন দর্শক।

যদিও এই প্রথম নয়, এর আগেও বেশ কিছু ধারাবাহিকে প্রধান চরিত্রকে ছাপিয়ে গিয়েছিল পার্শ্বচরিত্রের জুটি। এবার দেখার বিষয় আগামীদিনে পরিণীতার ক্ষেত্রেও কি সেটা হবে?