দ্বিতীয়বার বিয়ে সারলেন গীতা এলএলবি’র জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। যিনি দুই শালিক ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রীর দ্বিতীয়বার বিয়ের কারণ হল তার মেয়ে। হ্যাঁ, নিজে দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিল ১৮ বছরের মেয়ে।
২৪ জানুয়ারি জানুয়ারি চিকিৎসক পাত্রের সঙ্গে বিয়ে সারলেন ছোটপর্দার মল্লিকা। প্রথমে অভিনেত্রী ভালোবেসে একজনকে বিয়ে করেছিলেন। তাদের একটি সন্তান জন্মগ্রহণ করেন। মেয়ে গরিমার যখন বয়স ৯, তখন তার স্বামী পরকীয়ায় জড়ান। স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়েকে একাই বড় করেছেন মল্লিকা।
কোভিডের সময় তার পরিচয় হয় চিকিৎসক রুদ্রজিৎ। তিনি তার মেয়ে এবং তার চিকিৎসক ছিলেন। সেই আলাপ থেকে ধীরে ধীরে প্রেম হয়। বর্তমানে গরিমা ক্লাস টুয়েলভে পরে। তাই বিয়ে করা নিয়ে দ্বিধায় ছিলেন অভিনেত্রী। কিন্তু মেয়ের সাহসেই সবটা পার করেছেন মল্লিকা।
Instagram-এ এই পোস্টটি দেখুন
অভিনেত্রী জানান, মেয়ের যখন বয়স ১১, তখন থেকেই মেয়ে তাকে নতুন জীবন শুরু করার কথা বলত। রুদ্রজিৎ আর গরিমার মধ্যে বাবা-মেয়ের মতোই সম্পর্ক। তাই মেয়ের উৎসাহেই দ্বিতীয়বার নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে রাজী হন অভিনেত্রী।
Instagram-এ এই পোস্টটি দেখুন