টেলি দুনিয়ার একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। যাকে আপনারা এই মুহূর্তে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে প্রতীক সেনের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন। কখনো ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে সঙ্গীতের কাকিমা আবার কখনো মায়ের চরিত্রে দর্শকের নজর কাড়ছেন এই অভিনেত্রী। তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। আমাদের পেজে থেকে অভিনেত্রীর সঙ্গে একটি ছোট সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাই আজকের এই পেজে অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির জীবনের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করা হল।
অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি টলিপাড়ায় নতুন মুখ নয়। ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রায় ৮-৯ বছর। অভিনেত্রীর জীবনে আজকের এই সাফল্যটা খুব সহজে আসেনি। ছোট ছোট চরিত্র থেকে আজ প্রধান চরিত্রে তিনি। তবে, অভিনেত্রীর কথায়, “তাঁর জীবনে শেখা এখনও শেষ হয়নি, অভিনয়ের পাশাপাশি তিনি এখনও শিখছেন”।
হয়তো অনেকেই জানেন না, সাহেবের মা তথা মল্লিকা ব্যানার্জি একজন ক্লাসিক্যাল ড্যান্সার। নাচ তাঁর কাছে প্যাশন। এমনকি নিজস্ব নাচের স্কুলও ছিল তাঁর। ছোট ছোট ছেলেমেয়েদের সেখানে নাচ শেখাতেন। আর এই নাচের সূত্র ধরেই অভিনয় জগতে আসা। তবে তিনি কিন্তু কখনো একজন অভিনেত্রী হতে চাননি বরং ক্যামেরা পিছন থেকে কাজ করতে চেয়েছেন, চেয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট হতে। এক বন্ধু রাজর্ষি দে একদিন তাঁকে সিরিয়ালে ১০/১২ দিনের কাজের জন্য অডিশনে ডাকে। আর সেখানে থেকেই চ্যানেলের নজরে আসেন তিনি।
চলচ্চিত্রে করিওগ্রাফি করতে করতে অভিনয় জগতে চলে আসেন মল্লিকা ব্যানার্জি। টেলিভিশন পর্দায় তাঁর প্রথম কাজ ইটিভি বাংলায় ‘সাধক বামাক্ষ্যাপা’। এই ধারাবাহিকে তিনি মা মনসা চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর একাধিক ধারাবাহিকে দর্শক তাঁর অভিনয় দেখেছে।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়কের কাকিমা চরিত্রে অভিনয় করেছিলেন মল্লিকা। ধারাবাহিকে কখনো একজন ভালো কাকিমা আবার কখনো মেয়ের জন্য খারাপ হয়ে উঠেছিলেন তিনি। এই ধারাবাহিকের হাত ধরেই ব্লুজ প্রোডাকশনের সঙ্গে তাঁর প্রথম কাজ। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, “যমুনা ঢাকি করার সময় স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমি কম বকুনি খেয়েছি। হয়তো ভালোভাবে কাজ করেছি বলে। এই ধারাবাহিক করতে করতে আমি ‘জীবন সাথী’ ধারাবাহিকেও অভিনয় করেছি”।
এছাড়াও অভিনেত্রী জানান, ‘আক্রোপলিস থেকে স্নিগ্ধা দি, সানি, পায়েল, মৌসুমি এবং স্টার জলসা থেকে সাহেবের চিঠির জন্য আমাকে পছন্দ করেছেন। আমি ওদের কাছে সত্যিই ঋণী। এরকম একটা চরিত্রে আমাকে সিলেক্ট করার জন্য এবং দর্শক ভীষণ পছন্দ করছেন আমাকে এরকম চরিত্রে”।
বলে রাখি, মল্লিকা ব্যানার্জি শুধুমাত্র ছোটপর্দার অভিনেত্রী নন। তাঁর অভিনয় দক্ষতা তাঁকে বড়পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। ‘Curzoner Kolom’, ‘আবার বছর কুড়ি পরে” এর মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প’ আপনারা তাঁকে দেখতে পাবেন।