মিঠাই’কে বাঁচাতে সিদ্ধার্থের অভিনব প্ল্যান, ‘মিঠাই’ ধারাবাহিকে আসছে নতুন চমক

মিঠাই

মিঠাই ফিরে পেয়েছে তাঁর আগের স্থান। সকলকে হারিয়ে আবার টিআরপির তালিকায় প্রথম মিঠাই ধারাবাহিক। তবে স্থান বজায় রাখতে ধারাবাহিকে নির্মাতারা এই সপ্তাহে আনতে চলেছে নতুন চমক।

এই মুহূর্তে ওমির গুলিতে মৃত্যুর মুখে মিঠাই। মিঠাইকে গুলিবদ্ধ অবস্থায় দেখে দিশেহারা তাঁর স্বামী। মিঠাইকে হারানোর ভয় এখন সিদ্ধার্থের মনে। তাই সে যেভাবেই হোক তাঁর মিঠাই রানীকে আবার ফিরিয়ে আনবে। আপনারা গত এপিসোডে দেখেছেন অপারেশন করে মিঠাইকে বাঁচানো গেলেও তাঁর জ্ঞান ফিরছে না।

এবার আগামী এপিসোডে দেখা যাবে, সিদ্ধার্থের ডাকে কিছুতেই সাড়া দেবে না মিঠাই। ওদিকে সিদ্ধার্থ স্বপ্নে দেখবে তাঁর মিঠাই ফিরে এসেছে, আবার মনোহরার আনন্দে মাতিয়ে রেখেছে। কিন্তু স্বপ্ন ভাঙতেই কঠিন বাস্তবের মুখোমুখি উচ্ছেবাবু।

অন্যদিকে চিকিৎসায় সাড়া দিচ্ছে না মিঠাই। হাসপাতালে মিঠাই কাছে ছুটে যায় সিদ্ধার্থ। চিকিৎসক তাঁকে জানায় মিঠাই কোমায় চলে যেতে পারে। কিন্তু নিজের স্ত্রীকে কিছুতেই হারতে দেবে না সে। তাই এক অভিনব সিদ্ধান্ত নেবে। মিঠাই মিষ্টি বানাতে পছন্দ করে। আর সিদ্ধার্থের দৃঢ় বিশ্বাস এই একটা জিনিস মিঠাইকে ফেরাতে পারে। তাই হাসপাতালেই মিষ্টি বানানোর প্ল্যান করবে সে। দুই ময়রাকে নিয়ে জোরে জোরে আওয়াজ করে, মিষ্টি বানানোর কথা বলে মিঠাইয়ের জ্ঞান ফেরাতে চেষ্টা করবে সে। তবে সিদ্ধার্থের এই পরিকল্পনা কি সাড়া দেবে মিঠাই? সেটা দেখা যাবে আগামীদিনের এপিসোডগুলিতে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here