স্বামী অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। দুই সন্তানকে আলাদা হয়ে যান অভিনেত্রী। শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন তিনি। তবে শাশুড়ির মৃত্যু যেন সবটাই বদলে দিল।
শাশুড়িকে ভীষণ ভালোবাসতেন রিয়া তাই মৃত্যুর খবরে দূরে সরে থাকতে পারেননি ছুটে গিয়েছিলেন শাশুড়িকে শেষবারের জন্য দেখতে। শাশুড়ি মা চাইতেন ছেলের আর বৌমা একসঙ্গে থাকুক। তাদের একসঙ্গে থাকার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি।
তাই শাশুড়ি মার মৃত্যু যেন আবার মিলিয়ে দিল রিয়া আর অরিন্দমকে। সব অভিমান ভুলে কালীপুজোয় সুখবর শেয়ার করলেন অভিনেত্রী।
এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানান, ‘এই বছর হয়তো অনেক কিছু হারিয়েছি। তবে দীপাবলির এই সুন্দর মুহূর্ত সত্যিই ভীষণ স্পেশাল। মা নিজেই আমার জীবনের সব সমস্যার সমাধান করছেন। শ্বশুরবাড়ি, বাপেরবাড়ি মিলিয়েই এখন থাকছি। দুই তরফেই চেষ্টা করছি সংসারটা যেন আবার জুড়ে যায়। মা ছাড়া ওর যেমন কেউ নেই। তেমনই আমারও তো পরিবারই সব।’
রিয়া বললেন, ‘আসলে মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো। মায়ের থেকে বরাবর একটা কথাই শুনেছি আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে। সন্তানদের স্বার্থে সব অপমান ভুলে আমি এক হতে রাজি। ছেলেমেয়েরাও চাইছে আমরা আবার একসঙ্গে থাকি। আমায় বলছে বাবার তো তুমি ছাড়া কেই নেই, তাই আমরা একসঙ্গে ভালো ভাবে থাকব। বাবাকেও একই কথা বলেছে। তবে এটাও ঠিক পাঁচ বছরের ঘা তো আর পাঁচ দিনে ঠিক হয়ে যায় না। তাই সবাইকেই একটু সময় দিতে হবে।’