
বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া। আচমকাই ৫৭ বছর বয়সে মারা গেলেন ডিজনির লাইভ-অ্যাকশন লিলো অ্যান্ড স্টিচে অভিনয় করা অভিনেতা ডেভিড হেকিলি। অভিনেতার বোন জ্যালিনকানানি বেল তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
তিনি লেখেন, ‘আমি ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমার মিষ্টি, উদার, প্রতিভাবান, মজার, মেধাবী এবং সুদর্শন ছোট ভাই ডেভিড আর নেই৷ এবার থেকে তিনি আমাদের স্বর্গীয় পিতার সান্নিধ্যে থাকবেন।’

ডেভিড হেকিলি সবেমাত্র বড়পর্দায় পা রেখেছিলেন। হাওয়াই ফাইভ-০, ম্যাগনাম পিআই, দ্য রেকিং ক্রু-এর মতো শোতে তিনি হাজির ছিলেন।