হুবহু মিঠুন চক্রবর্তী ! খোঁজ মিলল অভিনেতার কার্বন কপি

মিঠুন চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায় বিভিন্ন ভাইরাল ছবি। সাধারন মানুষ নিমিষের মধ্যে নেট জগতের মাধ্যমে হয়ে উঠছে ভাইরাল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিঠুন চক্রবর্তী কার্বন কপি।

বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তী । তার অভিনয়, ডায়লগ আর নাচ বাঙালির প্রাণে। বাঙালির মনে এই অভিনেতার জন্য আলাদা একটা স্থান রয়েছে। কিন্তু এবার মহাগুরুর হামশকল খুঁজে পাওয়া গেল। তিনি অবিকল মিঠুন চক্রবর্তীর মতো দেখতে। তার হাঁটার স্টাইল, নাচ এবং চুলের কাটিং দেখলে আপনি হয়তো ভাবতেই পারেন মিঠুন চক্রবর্তী। কিন্তু না তিনি মহাগুরু নন বরং অন্য একজন পুরুষ।

একজন মহিলা ও একজন পুরুষ ‘পেয়ার হামারা আমর রাহেগা’ গানে নাচেরর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে পুরুষটিকে দেখে সবাই ভেবেছিল মিঠুন চক্রবর্তী। কিন্তু তার চলাফেরা ও ভঙ্গিমা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ইনি অভিনেতা নন বরং অন্য একজন।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here