বাংলার মুখ জয় করল দিগন্তিকা, ভাইরাস প্রতিরোধকারী মাস্ক তৈরি করে গুগলের সেরার তালিকায় স্থান

দিগন্তিকা বসু

করোনার অতিমারি গ্রাস করেছে গোটা দেশ। বিশেষজ্ঞরা বলছে মাস্ক পরিধানই একমাত্র ভাইরাস দমন করার মূল অস্ত্র। সেই মাস্ক বানিয়েই বাংলা মুখ উজ্জ্বল করল পূর্ব বর্ধমানের মেয়ে দিগন্তিকা বসু। মাত্র ১৭ বছর বয়সে ভাইরাস রুখতে অভাবনীয় মাস্ক তৈরি করে বাঁচার পথ দেখালো বাংলার এই কিশোরী।

দিগন্তিকা বসুর ভাইরাস প্রতিরোধকারী মাস্ক জায়গা পেল গুগল আর্ট এন্ড কালচার মিউজিয়ামে সেরা দশে। গুগল আর্ট এন্ড কালচারে এখন জ্বলজ্বল করছে দিগন্তিকার নাম। তার মাস্ক আর পাঁচটা মাস্কের থেকে সম্পূর্ণ আলাদা। মুম্বইয়ের মিউজিয়াম অব ডিজাইন এক্সলেন্সের সাহায্যে দিগন্তিকা তৈরি করেছে এই মাস্ক। দিগন্তিকার দাবী তার তৈরি মাস্ক ধুলোবালি থেকে মুক্ত রাখবে এবং ভাইরাস প্রতিরোধ করবে। তার এই মাস্কে দুটি রাসায়নিক ফিল্টার যুক্ত করা আছে। একটি গৃহীত বাতাসকে বিশুদ্ধ করবে এবং আরেকটি ভাইরাস কে সম্পূর্ণভাবে মেরে ফেলে।

তার এই প্রচেষ্টা সাধুবাদ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি দিগন্তিকাকে কনিষ্ঠতম উদ্ভাবকের তকমা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছে করোনা মোকাবিলায় সাহায্য করবে দিগন্তিকার মাস্ক। তাই কম খরচে এই মাস্ক দ্রুত বাজারে আনার চেষ্টা চলছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here