বর্তমানে ছোটপর্দায় ‘রাঙা বউ’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’, দেশের মাটি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে জিতেছিলেন দর্শকের মন।
তবে ‘দেশের মাটি’র পর বেশ কিছুদিন হাতে কাজ না থাকায় পর্দার আড়ালে ছিলেন। এর আগে ভালো সুযোগ না পাওয়া একাধিকবার বেশ কিছু সংবাদমাধ্যমে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমি তো ইন্ডাস্ট্রির ভাষায় অসাধারণ, অনন্য। তথাকথিত নায়িকা নই। তাই আমায় নিয়ে অন্য ধরনের গল্প ভাবতে হয়।” এমনকি অভিনেত্রী গায়ের রং নিয়ে ধেয়ে এসেছিল কটাক্ষ। যদিও অন্যায় নিয়ে কখনোই চুপ থাকেননি শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় তার প্রতি অন্যায় নিয়ে বরাবর রুখে দাঁড়িয়েছেন তিনি।
দীর্ঘদিন পর ‘রাঙা বউ’ ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করে শ্রুতি বুঝিয়ে দিয়েছেন ‘অভিনয়ইটাই আসল’। তার অভিনীত ধারাবাহিক শুরু থেকে টিআরপি এক থেকে পাঁচের মধ্যে রয়েছে।
সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় দর্শকের বাধভাঙা উচ্ছ্বাস অভিনেত্রীকে ঘিরে। শ্রুতি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘পরেরবার ক্লাব কতৃপক্ষ আমাকে না ডাকলেও আমি চলে আসব আপনাদের সঙ্গে দেখা করতে।’
সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “সবাই বলত…এ কোনদিন নায়িকা হতে পারবে না…কেউ মেনে নেবে না…তারপর এটা ঘটছে।”
View this post on Instagram