৯১ বছর বয়সেও দারুণ ফিট ‘জন্মভূমির পিসিমা’, বয়স শুনে মাথায় হাত রচনার

জন্মভূমির পিসিমা

ফের আবার বর্ষীয়ান অভিনেত্রীদের নিয়ে জমজমাট ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চ। হাজির ছিলেন অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া এবং হৈমন্তী শুক্লা।  মনে পরে ‘জন্মভূমির পিসিমা’ কথা?

নব্বইয়ের দশকে দূরদর্শনের পর্দায় ‘জন্মভূমি’ ধারাবাহিক বাঙালি দর্শকের মনে প্রাণে জড়িয়ে আছে আজও। এই ধারাবাহিক ১৯৯৩ সাল থেকে টানা ৫ বছর টিভির পর্দায় সম্প্রচার হয়েছিল। এই ধারাবাহিকেই বর্ষীয়ান অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় ‘জন্মভূমির পিসিমা’ হিসাবে খ্যাতি পেয়েছিলেন।

‘দিদি নম্বর ১’-এর সেটে অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এদিন ‘দিদি নং ১’-এসে নিজের আসল বয়স প্রকাশ করেন। যা শুনে চোখ ছানাবড়া রচনার।

রচনা বন্দ্যোপাধ্যায় জানতে চান,  ‘দিদি তোমার বয়সটা কত হল?’ উত্তরে মিতা দেবী জানান, ‘একানব্বই…’ যা শুনে হতবাক রচনা। মিতা দেবীর বয়স শুনে অভিনেত্রী হৈমন্তী শুক্লা কপালে হাত। এই বয়সেও এসে এত ফিট যা দেখে রচনা হতভম্ব।

প্রসঙ্গত এর আগে একবার দিদি নম্বার ওয়ান খেলতে এসেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ৮৬। রচনা বর্ষীয়ান অভিনেত্রীকয়ে জিজ্ঞেস করেছিলেন, এখনও ফিট কি করে? উত্তরে অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় জানান, “আমি সবই খাই। শুধু রুটি গুলো ছোট ছোট করে নিতে হয়, কারণ উত্তর-দক্ষিণেও খোলা”।