বয়স ৭০ পেরালেও আজও মঞ্চে তার পারফরমেন্স দেখে মুগ্ধ হয় নেটিজেনরা। কথা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা কে নিয়ে। পরনে সোনালি রঙের একটি শাড়ি, কনট্রাস্টে লাল ব্লাউজ সঙ্গে গা ভর্তি গয়না, একেবারে নিজস্ব সাজেই এদিন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোয়ে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।
আর সেই পর্বের ঝলক পাওয়া গেল শোয়ের অফিসিয়াল পেজের তরফ থেকে। যেখানে সালামে ইশক গানটিতে নাচ করতেও দেখা গেল রেখা কে। আজও সেই একই মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। আর তা দেখে রীতিমত অবাক স্বয়ং কপিল এবং অর্চনা পুরান সিং।
তবে রেখা একা নন, শোয়ের মাঝেই নাচতে নাচতে মঞ্চে আসেন কৃষ্ণা অভিষেক। দুজনের তাক লাগানো পারফরমেন্স ছিল দেখার মত।