প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন তাদের সন্তানকে ভালো স্কুলে পড়ানোর তবে মধ্যবিত্ত পরিবারে নামী-দামি স্কুলের মাইনে দেওয়া সাধ্যের বাইরে থাকে। আর তারকা সন্তানদের কথা তো আলাদা। কারণ তাদের সন্তানের স্কুলের ফিস এক মধ্যবিত্ত পরিবারের বার্ষিক আয়ের সমান। যেমন ধরুন শুভশ্রীর পুত্র ইউভান।
সোশ্যাল মিডিয়া ইউভানকে নিয়ে কিন্তু প্রথম থেকেই বেশ চর্চা হয়ে থাকে। শুভশ্রী তার ছেলের প্রতিটি মুহূর্ত ভাগ করে নেন সমাজ মাধ্যম পাতায়। এই যেমন ছেলের প্রিয় স্কুল ছেড়ে হাই স্কুলে পড়ার মুহূর্ত আবার স্কুলে খেয়ার মেডেল পাওয়ার মুহূর্ত।
তবে জানেন কি ইউভানের স্কুলের খরচ কত? জানলে চমকে যাবেন আপনি। কলকাতার ‘দ্য হেরিটেজ’ স্কুলের ছাত্র ইউভান। এটি কলকাতার একটি প্রথম সারির স্কুল। স্কুল ওয়েবসাইট ঘেঁটে জানা যাচ্ছে, এই স্কুলের অ্যাডমিশন ফি ৩ লক্ষ টাকা। যা মধ্যবিত্তের নাগালের বাইরে। এছাড়াও তিন মাস অন্তর অন্তর আপনাকে মাইনে দিতে হবে প্রায় ৫০ হাজার টাকা।