পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক ‘শোলক সারি’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

শোলক সারি

চলতি বছরের বাংলা বিনোদন চ্যানেলেগুলিতে এসেছে একগুচ্ছ বাংলা সিরিয়াল। নতুন বাংলা ধারাবাহিকগুলির জন্য বিদায় নিয়েছে পুরনো কিছু মেগা। আরও বেশ কিছু নতুন সিরিয়াল পর্দায় আসার কথা শোনা যাচ্ছে। তার মাঝেই চলে এলো একটি নতুন ধারাবাহিকের প্রোমো।

সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘শোলক সারি’। প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। যদিও প্রোমোতে শুধুমাত্র নামটাই দেখানো হয়েছে। প্রোমোর ট্যাগ লাইন ‘রঙিন সুতোয় স্বপ্ন বোনার গল্প।
আসছে “শোলক সারি”।

শোনা যাচ্ছে এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে থাকবে এক নতুন নায়িকা। নাম সুকন্যা চক্রবর্তী। মডেলিং ক্যারিয়ার হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করছেন তিনি। ধারাবাহিকের গল্প কিছুটা অন্য ধরণের।  একটি মফস্বলের মেয়ের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে।

নায়িকা  একটি মফস্বলের মেয়ে, যে রঙিন সুতোয় শাড়ি বোনে। সাইকেল করেই সেই শাড়ি বিক্রি করে সে। রঙিন সুতোয় স্বপ্ন বোনার গল্প নিয়েই ধারাবাহিকের কাহিনী।