‘DNA টেস্ট করে প্রমাণ করে দেব যে, সূর্যই রূপার বাবা’! মিশকাকে চ্যালেঞ্জ দীপার, ‘অনুরাগের ছোঁয়া’য় নতুন চমক

অনুরাগের ছোঁয়া

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’য় জমজমাট পর্ব। ধারাবাহিকে একই ট্র্যাক চললেও দর্শকদের জন্য খুশির খবর খুব শীঘ্রই মিশকার মুখোশ খোলার ট্র্যাক আসতে চলেছে। তবে ধারাবাহিকের একটি দৃশ্য ঘিরে বেজায় খুশি হয়েছেন দর্শক।

আসলে আজকের পর্বে ধারাবাহিকে দেখানো হবে, দীপা আর মিশকার চ্যালেঞ্জ। দীপার সাহসী রুপ দেখে বেশ মজা পেয়েছেন দর্শকেরা। ধারাবাহিকে রুপাকে সকলের আড়ালে নিয়ে আসে মিশকা। এবং রুপাকে ভয় দেখায়, এমনকি গায়ে হাত তুলতে যায়, ঠিক সেই সময় মেয়েকে রক্ষা করতে উপস্থিত হয় দীপা।

রুপা’কে সেখান থেকে চলে যেতে বলে দীপা। এরপর উচিত শিক্ষা দেয় মিশকাকে। মিশকাকে দীপা জানিয়ে দেয়, “আমার সঙ্গে যা অন্যায় করার করেছে, আমার মেয়ের ক্ষতি করলে রোয়াব করব না। DNA টেস্ট করে প্রমাণ করে দেব সূর্যই দীপার বাবা, তখন কোথায় যাবে তোমার তাসের ঘর?”। এমনকি রীতিমতো মিশকাকে চড় মারতে যায় দীপা। যা দেখে বেজায় খুশি হয়েছেন সকলে।

অনুরাগের ছোঁয়া

প্রোমোতে সোনার কিডন্যাপের দৃশ্য দেখে দর্শক হতাশ হলেও সামনে আসতে চলেছে বড়সড় টুইস্ট। এই পাহাড়েই অন্য মোড় নিতে পারে দীপার জীবনে। তাই কি হতে চলেছে শেষ অবধি পাহাড়ে, তা জানা যাবে আগামীদিনগুলিতে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here