দিন-রাত শুটিংয়ে পরিশ্রম! শত বাধা পেরিয়ে গ্র্যাজুয়েশনে দারুণ রেজাল্ট দিতিপ্রিয়ার

দিতিপ্রিয়া

অভিনয় জীবনে একবার প্রবেশ করলে পড়াশুনোয় তেমন মনোযোগ দেওয়া যায় না। তাই অনেকেই পড়াশুনোর জন্য অভিনয় জীবন থেকে ব্রেক নেন। তবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তার ব্যতিক্রম। যাকে আপনারা প্রতিনিয়ত

ছোট থেকে সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। তাই অভিনয়ের পাশাপাশি পড়াশুনো সমান তালে বজায় রেখেছিলেন দিতিপ্রিয়া। সদ্য মাস্টার্স শেষ করেছেন দিতিপ্রিয়া। গতকাল ডিজার্টেশন পেপার জমা দিয়েছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা লিখেছেন। এরপর পিএইচডি করার ইচ্ছা অভিনেত্রী। নেট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন।

তবে জানেন কি গ্র্যাজুয়েশনে দারুণ রেজাল্ট করেছিলেন দিতিপ্রিয়া। সাধারণত দিন রাত শুটিংয়ের পর পড়াশুনোয় তেমন এনার্জি থাকে না। তবে দিতিপ্রিয়া রাতের পর রাত জেগে পড়াশুনো করেছেন। ৭১ শতাংশ নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। স্কলারশিপ পেয়ে পড়াশোনা করেছেন।