যোগ্য পারিশ্রমিক নেই বলেই কি বাংলা ছেড়ে বলিউডে পা বাড়িয়েছেন বাংলার প্রতিভাবান তারকারা?

বলিউড

বাংলা সিনেমার অনেক তাবড় তাবড় অভিনেতারা রয়েছেন যারা বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে পাড়ি দিচ্ছেন। যেমন- যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতারা। কিন্তু টলিউডে তাদের নাম ডাক প্রচুর। তাদের অভিনয়েও বারবার মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু সেই প্রতিভাবানরা কেন মুখিয়ে রয়েছেন বলিউডের দিকে?

যাদের অভিনয়ের জন্য দাঁড়িয়ে আছে বাংলা ইন্ডাস্ট্রি, তারাই যদি বলিউডে চলে যান তাহলে বাঙালির প্রিয় সিনেমার কি হবে? টলিউড থেকে বলিউডে সুযোগ কি সত্যিই বেশি ভালো বিষয়। এবার সেই নিয়ে রসিকতার করে টুইট করেছেন শ্রীভেঙ্কটেশ ফিল্মসের অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি।

তিনি টুইট করে, ‘গোটা টলিউড চলে যাচ্ছে মুম্বাই, ভাবছি আমরাও শিফট করে যাই’। পাশাপাশি তিনি ট্যাগ করেছেন যিশু সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেক অভিনেতাদের।

বাংলার অভিনেতা-অভিনেত্রীদের মুম্বাই আনাগোনা নিয়ে প্রায়ই সমালোচনা হয়। অনেকের মতে টলিউডে অভিনেতারা তাদের যোগ্য পারিশ্রমিক পান না। আর তার জন্যই একে একে টলি ছেড়ে বলিতে যাচ্ছেন। আবার নিন্দুকের মতে বলিউড বলিউড নাকি খরচ বাঁচাতে বাংলার অভিনেতাদের ডাকে। তবে কারণ যাইহোক না কেন, শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী মতো একের পর এক বাংলার তারকাদের ছিনিয়ে নিচ্ছে বলিউড।

সূত্রঃ bongtrend . com/5-tollywood-stars-who-moved-from-tollywood-to-bollywood/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here