ঊর্মি বেস্ট! ‘সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলে গুনগুন নয় ঊর্মি হও’, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

ঊর্মি

মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের অভিনয়ের পাশাপাশি দর্শক ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের ঊর্মির অভিনয়েরও প্রশংসা করেছে। বর্তমানে অন্বেষা হাজরার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়। তবে এবার মিঠাই নয় বরং ঊর্মি আর গুনগুন (খড়কুটো) নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়।

বাংলা টেলিভিশনের এই দুই জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ এবং ‘এই পথ যদি না শেষ হয়’ গল্পে মিল খুঁজে বার করেছেন নেটিজেনরা। আর সেটা হল “বরের পাশে অন্য মেয়ে”। হ্যাঁ আর এই নিয়েই মজার মিমে মেতেছে নেট পাড়া।

আসলে একদিকে ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের স্বামী সৌজন্যকে পছন্দ করেন তিন্নি, অন্যদিকে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ঊর্মির স্বামী সাত্যকিকে শুরু থেকেই ভালোবাসে রিনি।

ইদানীং ‘খড়কুটো’য় সৌজন্যদা উপর অকারণেই অধিকার ফলাচ্ছে তিন্নি। সৌজন্যর নামের সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে। তিন্নির ন্যাকামিতে দর্শকও অতিষ্ঠ হয়ে উঠেছে। সৌজন্য আর তিন্নিকে কাছাকাছি দেখে কেঁদে ভাসাচ্ছে গুনগুন। নিজেই যেন নিজের জায়গা ছেড়ে যেতে চাইছে সে। অন্যদিকে সাত্যকির পাশে রিনিকে দেখলে ব্যাট নিয়ে মারতে দৌড়ায় ঊর্মি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজার মিমে মজেছে নেটিজেনরা।

ঊর্মি এবং গুনগুনের দুটি ছবি কোলাজ করে নেটিজেনদের দাবি ‘বরের সাথে অন্য মেয়ে দেখলে গুনগুন নয়, ঊর্মি হও’। সবার মতে ‘ঊর্মি বেস্ট’। এবার গুনগুনকে ছাপিয়ে লড়াইয়ে বাজিমাত করে ফেলল সকলের প্রিয় ঊর্মি।

ঊর্মিসূত্রঃ  bangla . hindustantimes.com/entertainment/netizen-feels-urmi-is-an-expert-to-tackle-the-other-woman-in-her-man-s-life-but-gungun-miserably-failed-31636885612545.html

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here