‘মিঠাই’ ম্যাজিকের সামনে হেরে গেল ধুলোকণা

ধুলোকণা

বাংলা বিনোদন শিল্পে গত কয়েকমাস ধরে টিভির পর্দায় রাজ করছে মিঠাই। মিঠাই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে টিআরপির শীর্ষে। বাকি ধারাবাহিকগুলি সাধ্য হয়নি মিঠাইকে টেক্কা দেওয়ার। পর্দার মিঠাই আর উচ্ছেবাবুর খুনসুটি এবং পরিবারের বন্ধন বাংলা দর্শককে মাতিয়ে রেখেছে।

খেয়াল করলে দেখা যাবে, মিঠাই ধারাবাহিক আসার পরই টিআরপি রেটিংয়ে থমকে গেছে স্টার জলসার একাধিক ধারাবাহিক। তাই মিঠাইকে টেক্কা দিতে স্টার জলসা নিয়ে এসেছিল নতুন এক ধারাবাহিক। চ্যানেল কর্তৃপক্ষ স্বীকার না করলেও লীনা গঙ্গোপাধ্যায় ধুলোকণা ধারাবাহিক এনেছিলেন মিঠাইকে টক্কর দেওয়ার জন্য। কারণ ঠিক ৮ টার স্লটে দেখানো হচ্ছে এই ধারাবাহিক।  যখন জি-বাংলায় টিভির পর্দায় মিঠাই সম্প্রচারিত হয়।

তবে এত পরিকল্পনা করেও হারানো গেলেও না মিঠাইকে। ‘মিঠাই’ ম্যাজিকের সামনে হেরে গেল ধুলোকণা। মানালি এবং ইন্দ্রাশিষ রায় অভিনীত এই নতুন ধারাবাহিক টিআরপির দশের তালিকায়ও নেই। এই ধারবাহিকের টিআরপি ৫.৮। অন্যদিকে মিঠাই ১১.৫ পয়েন্টে দাঁড়িয়ে। তাহলে কি মিঠাইয়ের ঝড়ে উড়ে গেল ধুলোকণা?

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here