দীর্ঘদিনের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে। বিয়ে করতে চলেছেন টলি চর্চিত লাভ বার্ড অঙ্কুশ-ঐন্দ্রিলা। এমনি গুঞ্জন উঠেছে টলিপাড়ায়।
অঙ্কুশ-ঐন্দ্রিলা দীর্ঘ দশ বছর ধরে সম্পর্কে রয়েছেন। বিয়ে করবেন বলে ইঙ্গিতও দিয়েছিলেন তারা। তবে লকডাউনে পরিস্থিতিতে সব ভেস্তে গিয়েছিল। কিছুদিন আগেই প্রেমিক অঙ্কুশ হাত ধরে ম্যাজিক ছবিতে বড় পর্দায় পা রাখেন ঐন্দ্রিলা। বড় পর্দায় তাদের জুটি সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু আচমকা রব উঠেছে শীঘ্রই বিয়ে করছেন অঙ্কুশ হাজরা। তবে নিজে মুখে সরাসরি স্বীকার করেননি অভিনেতা। তাহলে?
আসল ব্যাপারটা হল, ইনস্টাগ্রামে অভিনেতা একটি পোস্ট করে লেখেন, “দীর্ঘ প্রতীক্ষার পর সে আমাদের পরিবারের সদস্য হতে চলেছে। স্বপ্ন পূরণ হতে চলেছে”। এই পোস্টে “সে” বলতে কি ঐন্দ্রিলাকে ইঙ্গিত দেওয়া হল? সেটা তো এখন অঙ্কুশ-ঐন্দ্রিলার মুখে শোনার অপেক্ষায়। তবে এই পোস্ট জুড়ে শুভেচ্ছার ভালোবাসা ভরে গেছে।
View this post on Instagram