
অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য ছোটপর্দার জনপ্রিয় মুখ। একের পর এক হিট ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে বাজিমাত করেছেন। একসময় ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন।
এখনও পর্যন্ত বড়পর্দায় দেখা যায়নি ত্রমিলা কে। বেশ কয়েক বছর আগে টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন ত্রমিলা। ছোট পর্দায় আটকে থাকার আফসোস হয় না অভিনেত্রীর?
ত্রমিলা বলেন, ‘আমি না প্রচারটা কোনওদিনই খুব একটা করতে পারলাম না। আর একই সঙ্গে লাজুকও। আমি জানি কাজ হচ্ছে কিন্তু গিয়ে বলব… কাজ দাও… এটাই হয়ে উঠল না। সত্যি কথা বলতে শুটিংয়ের পর পার্টি-প্ল্যানিং… আমার পরিবেশটা কিন্তু এ রকম নয়। কাজ শেষ করে দৌড়ে বাড়ি আসতে হয়। মেয়ের বয়স ১৩। বর জাহাজে কাজ করে। অর্ধেক সময় বাড়ি থাকে না। তাই আমার উপরেই সবটা…’
বর্তমান প্রজন্মে যে প্রতিযোগিতা তার মধ্যে নিজেকে কখনও রাখতে চাননি তিনি? এমনকি এখন পর্দায় সেভাবে দেখাও মেলে না অভিনেত্রীর। ত্রমিলা জানান, আমি মনে করি পাঁচটা লোক যে দেখছে, এটাই অনেক। মাঝে বারবার ব্রেক নিয়েও কিন্তু ফিরে এসে কাজ কিন্তু পেয়েছি। এটাই বা কম কী? এমন অনেককে দেখি আমি যখন হিরোইনের চরিত্রে অভিনয় করতাম, তাঁরা চরিত্রাভিনেতার সুযোগও পেতেন না।’
‘আজ তাঁদের নিয়ে কত মাতামাতি। আমার কিন্তু এ নিয়ে কোনও আফসোস দুঃখ কষ্ট কিচ্ছু নেই। টানা কাজ করার জন্য আমার টিনএজটা উপভোগ করিনি। বিয়ের পরেও যদি ওই একই প্রেশার নিয়ে কাজ করে যেতাম, তবে সংসারে সময়টা কম পড়ে যেত। এই নিয়েই আমি ভাল আছি। বেশ আছি আমি।’