ফের বিচ্ছেদ! পাকা কথা হয়েও বিয়ে ভাঙল টলিপাড়ার জনপ্রিয় জুটির, মন খারাপ অনুরাগীদের

আদিত্য-অনুষা

টলিপাড়ায় ভাঙা-গড়ার গল্প লেগেই রয়েছে। বিয়ে ভাঙল আরও এক তারকা জুটির। চলতি বছরের শেষেই ছাদনাতলাতে যাওয়ার কথা ছিল আদিত্য সেনগুপ্ত-অনুষা বিশ্বনাথনের। এমনকী বিয়েবাড়ি ভাড়াও করে নিয়েছিলেন তারা। তবে বিয়েটা নাকি হচ্ছে না।

টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, বিয়ে ভেঙেছে আদিত্য-অনুষার। দুই পরিবারের সম্মতিতে জানুয়ারি মাসে নাকি চার হাত এক হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু, আচমকাই নাকি পিছিয়ে গিয়েছেন পাত্রী অনুষা। এই বিয়েতে রাজি নন অনুষা।

যদিও অনুষার সমাজমাধ্যমে এখনও আদিত্যের সঙ্গে তার একাধিক ছবি জ্বলজ্বল করছে। অন্যদিকে আদিত্যের সমাজমাধ্যমে অনুষার একটাও ছবি নেই। মাস কয়েক আগেই নাকি ভেঙেছে দু’জনের সম্পর্ক। আদিত্য-অনুষার সম্পর্ক ভাঙার কারণ এখনও স্পষ্ট নয়।

যদিও অনুষা ও আদিত্য কেউই এই ব্যাপারে মন্তব্য করতে রাজি নন। বিষয়টি প্রকাশ্যে আসতে দেয়নি দুই পরিবার।

আদিত্য-অনুষা