‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে এই জনপ্রিয় খলনায়িকা

অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন জিতু আর দিতিপ্রিয়া। তবে এবার এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন এক নতুন অভিনেত্রী। কে তিনি?

তিনি হলেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। যিনি এর আগে যমুনা ঢাকি, সর্বজয়া, জরোয়ার ঝুমকো সহ একাধিক মেগায় কাজ করেছেন। বহু ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

দেবযানী চট্টোপাধ্যায়

দেবযানী চট্টোপাধ্যায়কে নায়ক অর্থাৎ জিতু কমলের মায়ের চরিত্রে অভিনয় করবেন। তবে তার চরিত্রটি নেগেটিভ না পজেটিভ সেটা জানা যায়নি।