ছোট্ট খুদের মন ভোলানো হাসি নিমেষেই মন জয় করে নিয়েছিল সকলের। কথা হচ্ছে ‘পিছে তো দেখো’ রিলের মাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানি সোশ্যাল মিডিয়া তারকা আহমেদ শাহের ভাই উমর কে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও জনপ্রিয় করে তুলেছিল উমরকে। মাত্র ১৫ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পাকিস্তানের সেই শিশুশিল্পী, উমর শাহ।
এই খবর সামনে আসতেই শোকের ছায়া পাকিস্তানের বিনোদন জগতে। আহমেদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়ে লিখেছেন, ‘আপনাদের জানাতে চাই যে আমাদের পরিবারের উজ্জ্বল তারকা, উমর শাহ আল্লাহর কাছে ফিরে গিয়েছে। আমি সকলের কাছে প্রার্থনা করছি, তাকে এবং আমাদের পরিবারকে দোয়ায় রাখুন।’
চিকিৎসকরা জানিয়েছেন, লাগাতার বমি হচ্ছিল উমরের। সেই তরল কোনও ভাবে ফুসফুসে ঢুকে যায়, যার দরুণ কার্ডিওভাস্কুলার সমস্যা দেখা দেয়। এর আগে, বাড়িতে বিষধর সাপ ঢুকে পড়েছিল বলেও খবর। তবে সাপের দংশন থেকেই বমি শুরু হয়, না কি অন্য কোনও কারণে, তা এখনও অস্পষ্ট।
দাদা আহমেদের সঙ্গে একাধিক শো-এ দেখা গিয়েছে উমরকে। ‘জিতো পাকিস্তান’, ‘শান-ই-রমজান’-এর মতো শো বেশ জনপ্রিয় করে তুলেছিল তাদের। এই দুঃখজনক ঘটনায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান-সহ অনেকেই উমরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।