মাত্র আড়াই বছর বয়সেই মারা যান বাবা, মায়ের স্বপ্ন পূরণের জন্যই অভিনয় জগতে পা রাখেন বরাহনগরে মেয়ে ‘অষ্টমী’ ঋতব্রতা দে

অষ্টমী

জি বাংলায় সদ্যই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অষ্টমী’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতব্রতা দে। ইন্ডাস্ট্রিতে নতুন নয়, এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করতে দেখা গেছে তাকে। তবে এই প্রথম জি-বাংলায় লিড চরিত্রে অভিনয় করবেন ঋতব্রতা।

এর আগে ‘নায়িকা নাম্বার ওয়ান’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসে ঋতব্রতা। তবে অভিনয় জগতে থাকলেও ঋতব্রতা কোনদিনই অভিনেত্রী হতে চাননি, বরং পড়াশুনো করে চাকরি করবেন ভেবেছিলেন। তাহেল আচমকাই অভিনয় জগত? এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে স্ট্রাগল নিয়ে কিছু কথা শেয়ার করেন অভিনেত্রী।

অষ্টমী

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘মাত্র আড়াই বছর বয়সেই বাবাকে হারান ঋতব্রতা। এরপর জীবনে চলার জন্য শুরু হয় মায়ের সাথে জীবনযুদ্ধের লড়াই। তার কাছে মা-ই সব। তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই অভিনয় জগতে আসা ঋতব্রতার। তার মায়ের ইচ্ছে ছিল সে যাতে বড় হয়ে অভিনেত্রী হয়। মায়ের জন্যই প্রথম কাজের জন্য অডিশন দেন অভিনেত্রী।

ঋতব্রতা আরও বলেন, ‘ভেবেছিলাম পড়াশোনা করে চাকরি করব। তার পর আচমকাই অভিনয়কে ভালবেসে ফেলি’। বরাহনগরে বড় হওয়া ঋতব্রতা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। অভিনয় জগতে শুরুর দিকে সাফল্য না পেলেও পরবর্তীতে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকের মন ছুঁয়েছেন তিনি।