‘তোমারই দোষ ছিল মা। তোমাকে ক্ষমা করব না’! জিতের সাথে প্রেম ভাঙার জন্য স্বস্তিকাকে দায়ী করে মেয়ে অন্বেষা

স্বস্তিকা মুখার্জি

টলিউড অভিনেতা জিৎ আর স্বস্তিকা মুখার্জির প্রেমের সেই গুঞ্জন সত্যি ছিল। জিতের জন্মদিনে নিজে মুখে স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। প্রায় ৬ বছর একসঙ্গে ছিলেন তারা। তবে সেই সম্পর্ক টেকেনি।

এবার ‘ইন দ্য রিং উইথ ফিল্মফেয়ার বাংলা’র সাক্ষাৎকারে জিতের সঙ্গে প্রেম ভাঙা নিয়ে কিছু কথা শেয়ার করলেন স্বস্তিকা। এই সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমার আর জিতের সম্পর্ক নিয়ে আমার মেয়ের তো এখনো মত রয়েছে। প্রায় ৬ বছর একসাথে ছিলাম। আমার মেয়ে আমাকে রেগে গিয়ে বলে সব তোমার দোষ ছিল। তোমাকে আমি কখনো ক্ষমা করব না।’

আসলে অভিনেত্রীর মেয়ে অন্বেষার সাথে জিতের ভালো বন্ডিং ছিল। তাই যখন সম্পর্ক ভেঙে অন্বেষা মেনে নিতে পারেনি। অভিনেত্রী আরও জানান, তার মেয়ে বড় হয়ে যাওয়ার পর বলে  ‘এত সুন্দর একটা পুরুষ, এ তুমি কী করলে মা!”

শুধু অভিনেত্রীর মেয়েই নয়, স্বস্তিকা আর জিতের সম্পর্ক ভাঙায় মন ভেঙে গিয়েছিল তার মা আর বোনের। অভিনেত্রী জানিয়েছেন, ‘মা আর বোন সবসময় জিতের পক্ষ নিত। ওরা চেয়েছিল আমি আর জিৎ যেন বিয়ে করি। সম্পর্ক ভাঙার পরও আমার বোন জিতের বিয়েতেও গিয়েছিল। বোনের কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে’