রাইয়ের জীবনে ফের বিপদ! দাঁতাল হাতির খপ্পরে পড়ে মারা যাবে অনির্বাণ? মিঠিঝোরা ধারাবাহিকে নতুন মোড়

মিঠিঝোরা

মিঠিঝোরা ধারাবাহিক বন্ধ হচ্ছে না বরং সময় পরিবর্তন করা হচ্ছে। এই খবর ইতিমধ্যে সকলেই জেনে গেছে। নতুন ট্র্যাক আনা হচ্ছে ধারাবাহিকে। সম্ভবত নিম ফুলের মধু বন্ধ হয়ে যাচ্ছে ।

অবশেষে রাইকে খুঁজে পেয়েছে। রাই আর অনির্বাণের মিল হয়েছে। আরও একবার বিয়ে করে তারা নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। তবে বিয়ের দিন নীলু আগুন লাগিয়ে দেয়। যদিও বিপদ কাটিয়ে তারা এক হয়েছে।

তবে রাইয়ের কপালে সুখ বেশিদিন সহ্য হয়না। তাই আবারও তার জীবনে বিপদ নেমে আসতে চলেছে। বিয়ের পর জঙ্গলে বেড়াতে যায় তারা। এর মাঝেই বিপদ নেমে আসে। ছবি তুলতে গিয়ে দাঁতাল হাতির খপ্পরে পড়ে অনির্বাণ।

অনির্বাণকে না পেয়ে রাই জঙ্গলে ছুটে আসে। অনির্বাণকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। তাহলে এবার কি সত্যিই মারা যাবে অনির্বাণ?

সুত্রঃ https://aajkaal . in/story/38985/upcoming-episode-details-of-zee-bangla-s-serial-mithijhora-ent