বিদেশের মাটিতে শ্রেয়া ঘোষালের গানে জমিয়ে নাচ, মুগ্ধ বিদেশিরা

ভারতীয় নৃত্যশিল্পী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যা দেখে গর্ব বোধ করছে ভারতীয়রা। ভাইরাল হওয়া এই ভিডিওটি বিদেশের মাটিতে তোলা। নেপথ্য নৃত্যশিল্পী।

ডেনমার্কে এক ভারতীয় নৃত্যশিল্পীর পারফর্মেন্স দেখে মুগ্ধ নেটিজেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ডেনমার্কের এই ভারতীয় নৃত্যশিল্পী শ্রেয়া ঘোষালের ‘ওহ লা লা’ গানে জমিয়ে নাচছেন। তার নিখুঁত স্টেপে দেখে অবাক  নেটিজেন।

এই ভারতীয় নৃত্যশিল্পীর নাচের সময় সেখানে উপস্থিত ছিল কয়েকজন বিদেশি যুবক। আর তার এই নাচে বিদেশিরাও মুগ্ধ হয়ে যায়। এই নৃত্যশিল্পী নাতাশা শেরপা নিজেই সেই ভিডিও পোস্ট করে লেখেন, “বলিউড আমার রক্তে…এবং এখন… তাদের হৃদয়ে। ডেনমার্কের রেড বুল ড্যান্স ইয়োর স্টাইল ন্যাশনাল ফাইনালে পারফর্ম করতে পারা আমার জন্য একটি স্বাস্থ্যকর মুহূর্ত। আমি আসলে এই প্রতিযোগিতার আয়োজক ছিলাম কিন্তু আমি একটি অপ্রত্যাশিত নাচের মাধ্যমে জনতাকে অবাক করে দিয়েছি।”