সিরিয়ালের পর এবার নতুন অধ্যায়ে অভিনেতা ধ্রুব সরকার

অভিনেতা ধ্রুব সরকার

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ধ্রুব সরকার। বহুদিন ধরেই রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। ডান্স বাংলা ডান্স থেকে অভিনয় জগতে প্রবেশ করেন। একাধিক সিরিয়ালে তাকে ভিন্ন ধরণের চরিত্র দেখা গিয়েছে। বর্তমানে স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকে অভিনয় করছেন।

‘মিঠাই’ ধারাবাহিক তার জনপ্রিয়তার গ্রাফ পাল্টে দিয়েছে। এই ধারাবাহিকে সোম চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা পেয়েছেন অভিনেতা। তবে এবার নাকি মিঠাই এর পাশাপাশি অন্য এক ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন ধ্রুব।

‘মিঠাই’ ছাড়াও পিলু ধারাবাহিকে মল্লার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ভালো জনপ্রিয়তা অর্জন করে। তবে এবার সিরিয়ালের পর নতুন অধ্যায়ে পা রাখছেন ধ্রুব সরকার। এবার তাকে দেখা যাবে শর্ট মিউজিক ভিডিওতে। খুব সম্ভবত এটি তার প্রথম মিউজিক ভিডিও হতে চলেছে।