বিদেশের মাটিতে ‘কাঁচা বাদাম’ গানে নাচলেন ডান্স গুরু টেরেন্স লুইস

টেরেন্স লুইস

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম…’নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই গানের গায়ক হলেন বীরভূমের এক দরিদ্র বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এখন শুধু এই রাজ্যে নয় গোটা দেশে ছড়িয়ে পড়েছে তার গাওয়া গান। টলি-বলির সেলবরাও রিল বানাচ্ছেন এই বাদাম গানে।

দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে বাদাম কাকুর। এবার বিদেশের মাটিতে পৌঁছে গেল ‘কাঁচা বাদাম’ গান। ডান্স গুরু টেরেন্স লুইস মাতলেন ‘কাঁচা বাদাম’ গানে। বিদেশের মাটিতে দুই সঙ্গীর সঙ্গে এই গানে অসাধারণ নাচলেন তিনি। তার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে।

সম্প্রতি নাচের গ্রুপ নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন টেরেন্স লুইস। আর সেখানে গিয়েই ‘কাঁচা বাদাম’ গানে রিল বানান। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে ভুবন বাদ্যকর’কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডান্স গুরু। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘রাস্তায় বাদাম বিক্রি করার সময় ভুবন বাদ্যকর গানটি গেয়েছেন। আমি শুনেছি গানের জন্য কিছু রয়্যালটি পেয়েছেন এবং গানের রিমেক হয়েছে। তার গানটি সারা বিশ্বে এখন ট্রেন্ডিং হওয়ায় খুব খুশি।  যে কোনো কিছুই সম্ভব…এটি একটি জাদুকরী মহাবিশ্ব!!!”।

 

View this post on Instagram

 

A post shared by Terence Lewis (@terence_here)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here