টানা ১০ বছর ধরে সৌরভ গাঙ্গুলির হাত ধরে বাংলায় জনপ্রিয়তা উচ্চ শিখরে পৌঁছেছে জি-বাংলার রিয়্যালিটি শো ‘দাদাগিরি’। বর্তমানে দশম সিজেন চলছে টিভির পর্দায়। এই শো-এর হাত ধরে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সৌরভ। তিনি ছাড়া যেন ‘দাদাগিরি’ অসম্পূর্ণ।
এবার সৌরভের ‘দাদাগিরি’র মুকুটে উঠল নয়া পালক। ভারত সরকার থেকে স্বীকৃতি পেল এই শো। ভারত সরকারের ডাক বিভাগ পক্ষ থেকে সম্মান জানানো হল বাংলার এই রিয়্যালিটি মঞ্চকে। সামনে এলো দাদাগিরির স্ট্যাম্প।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষের উপস্থিতিতেই রিলিজ করা হল ‘দাদাগিরি’র স্ট্যাম্প। ডাক বিভাগ থেকে এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে। জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ জানান, “এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এই প্রথম কোনও রিয়্যালিটি শো ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে স্ট্যাম্প রিলিজ হল।” স্বাভাবিক ভাবেই এই শোয়ের সঞ্চালক হিসাবে গর্বিত সৌরভ গাঙ্গুলি।