‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক থেকে বাদ দেওয়া হল ছোটদাদু ফাল্গুনী চ্যাটার্জীকে?

ফাল্গুনী চ্যাটার্জী

জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল ‘এই পথ যদি না শেষ হয়’। টিআরপি’র তালিকায় সেভাবে ফলাফল না করলেও দর্শকের মন জিতে নিয়েছেন ঊর্মি আর সাত্যকি’র রসায়ন। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ফ্যান পেজ আছে এই ধারাবাহিককে ঘিরে। তবে এবার ধারাবাহিকের বিরুদ্ধে অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে একবছরের মধ্যে সদস্যদের ক্রমাগত মুখ পরিবর্তন হয়েছে। যা নিয়ে বেজায় চটেছিলেন অনুরাগীরা। যেভাবে এই ধারাবাহিকের সদস্যদের মুখ পরিবর্তন করা হয় তারা ভয়ে থাকেন, কেননা নির্মাতারা কোনোদিন না মুখ্য চরিত্রের মুখ বদল করে দেয়।

ফাল্গুনী চ্যাটার্জী

তবে এবার  বিস্ফোরক তথ্য সামনে উঠে এল। একটু লক্ষ্য করলে দেখবেন বেশ কিছুদিন ধরে ধারাবাহিকে দেখা যাচ্ছে না ছোট ঠাম্মি মানসী সিনহা এবং সাত্যকির ছোটদাদু অর্থাৎ ফাল্গুনী চ্যাটার্জীকে। অনেকেই জানেন অভিনেত্রী মানসী সিনহা ছবি পরিচালনা করছেন তার কারণে ব্যস্ত রয়েছেন কিন্তু ছোটদাদু? ফেসবুকে এবার সেই প্রসঙ্গেই মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে।

ধারাবাহিকে ছোটদাদুকে কবে দেখা যাবে? এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জী জানান, “বিগত আড়াই মাস ধরে এই প্রশ্নের উত্তর না পেয়ে আমিও অন্ধকারে। আমি তো ভেবেই পাইনা, প্রায় প্রতিদিন উপস্থিতির পর আদর্শ যৌথ পরিবার ‘সরকার বাড়ি’র দুটো গুরুত্বপূর্ণ চরিত্র কী করে কোনো কারণ না দেখিয়ে ভ্যানিশ হয়ে যেতে পারে? গল্পের বিশ্বাসযোগ্যতা কি তাতে মজবুত হয়? আমি জানিনা, সত্যিই জানিনা ভাই।”

সোশ্যাল মিডিয়ায় এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তাহলে কি ইচ্ছে করেই বাদ দিয়ে দেওয়া হল ছোটদাদু’র চরিত্রটি?

ফাল্গুনী চ্যাটার্জী

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here