রোদ-ঝড়-বৃষ্টির পরোয়া না করেই যারা প্রতিনিয়ত আমাদের জন্য ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, তারা হলেন ডেলিভারি বয়। আমরা ঘরে বসে আরাম করে খাবার আসার অপেক্ষায় বসে থাকি কিন্তু এই খাবার পৌঁছানোর জন্য তাদের জীবনের ঝুঁকি পোহাতে হয়।
মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তাদের প্রাণও চলে যেতে পারে। কিন্তু ভাবুন তো সেই পরোয়া কি আমরা করি। বরং তাদের খাবার পৌঁছাতে দেরি হলে অপমান করি।
আমরা একবারও ভেবে দেখি না কি পরিস্থিতিতে গরমের মধ্যে সময়মত না খেয়ে, জোরে বাইক চালিয়ে আমাদের দোরগোড়ায় খাবার পৌঁছে দেয়। আমাদের অবশ্যই তাদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। সেইরকমই এক অভিনব উদ্যোগ নিয়েছে Calcutta 64 রেস্তোরাঁর মালিক দেবোজিত পাল।
দেবোজিত পাল তার রেস্তোরাঁ দুপুরে জোম্যাটো ডেলিভারি বয়দের জন্য একটি লাঞ্চ পার্টি আয়োজন করেছিলেন। যাতে তারা অন্তত একটা দিন শান্তিতে একটু তৃপ্তি বসে খেতে পারে। এমন মহান কাজের একটি ভিডিও পোস্ট করেন টলি পরিচিত মুখ অরিত্র দত্ত বনিক। Calcutta 64 রেস্তোরাঁর উদ্যোগকে কুণির্শ জানিয়েছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।