‘আমার মতো চেহারার ছেলেরা নাকি অভিনেতা হয় না’, মুখ খুললেন ‘মেম বউ’-এর গোরা ওরফে সৌরভ চক্রবর্তী

অভিনেতা সৌরভ চক্রবর্তী

বাংলা টেলিভিশন, সিনেমা, ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ অভিনেতা সৌরভ চক্রবর্তী। রূপসী বাংলায় ‘সবিনয়ে নিবেদন’ ধারাবাহিকের হাত ধরে তার ক্যারিয়ার শুরু। সেই সময় তার বিপরীতে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার। এই সিরিয়াল হাত ধরেই রিয়েল লাইফেও জুটি বাঁধেন তারা।

২০১২ সালে ‘বধূ কোন আলো লাগলো চোখে’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর তাকে দেখা যায় ‘আজ আরি কাল ভাব’, ‘মেম বউ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। তবে এরপর আর ছোটপর্দায় ফেরেনি অভিনেতা। কারণ এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন তিনি।

কিছুদিন আগে ‘জোশ টক বাংলা’র এক সাক্ষাৎকারে তার অভিনয় জীবনের অজানা গল্প তুলে ধরলেন সৌরভ।অভিনেতা জানিয়েছেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। শিল্পচর্চার নেশা ছিল শৈশব থেকেই। সেই নেশা থেকেই কলেজে থিয়েটার শুরু করেন। তার স্বপ্ন ছিল সিনেমা বানানোর।

অভিনয় জগতে আসা নিয়ে সৌরভ বলেন, “অভিনয় আসার আগে অনেক কথা শুনতে হয় তাকে। তাকে শুনতে হয় ‘তার মতো রোগা ছেলে অভিনেতা হয় না’। তা সত্ত্বেও কখনো হার মানেন নি। ঘটনাচক্রে সিরিয়ালে একটা অডিশনের সুযোগ পান। আর সেখান থেকেই তার অভিনয়ের যাত্রাপথ শুরু হয়। এরপর একের পর কাজের সুযোগ পেয়ে যান আর তার অভিনয় মানুষের ভালো লাগতে শুরু করে।”

 

View this post on Instagram

 

A post shared by Josh Talks Bangla (@joshtalksbangla)