সুখবর! চুপিসারে বিয়ে সারলেন ‘জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রধান অভিনেতা

আদিত্য চৌধুরী

টেলিপাড়ায় আবারও বিয়ের সানাই। জুটি বাঁধলেন বাংলা টেলিভিশনের দুই পরিচিত মুখ। গত রবিবারই আইনিভাবে বিয়ে সারেন জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকি চক্রবর্তীর স্বামী সমরেশ ওরফে আদিত্য চৌধুরী। পাত্রীও টেলিপাড়ার চেনা মুখ।

পেশায় অভিনেত্রী আদিত্য ঘরণী। নাম পূর্বাশা রায়। এদিন রেজিস্ট্রি বিয়ে সেরেছেন এই দম্পতি। আর তাদের জীবনের আনন্দের মুহূর্তের সাক্ষী থেকেছেন টেলিপাড়ার সদস্য শ্রীপর্ণা রায় থেকে শুরু করে সায়ন্তনী মল্লিক, বৃষ্টিরা।

জগদ্ধাত্রী

আদিত্যর পরনে চকোলেট রঙা ট্যাক্সিডো স্যুট, অন্যদিকে লাল রঙা শাড়িতে ধরা দিলেন মিসেস চৌধুরী। প্রায় ৮ বছর আগে এক মেগা সিরিয়ালের লুক সেটে দেখা, সেখান থেকে বন্ধুত্ব, তারপরেই প্রেম।

জানা যাচ্ছে, রেজিস্ট্রি ম্যারেজের পর আগামী ১০ই ডিসেম্বর কলকাতার জগন্নাথ মন্দিরে সাত পাক ঘুরবেন আদিত্য- পূর্বাশা। পুরীর জগন্নাথ মন্দিরে বিয়ে করতে চেয়েছিলেন তারা, তবে পুরীতে যাওয়া সম্ভব না হওয়ায় কলকাতাতে জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই পূর্বাশার সিঁথিতে সিঁদুর দেবে আদিত্য। তবে হানিমুন ডেস্টিনেশন নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই জুটি।

বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব মাত্র ২ মিনিটের। তাই বিয়ে নিয়ে মন খারাপ নেই পূর্বাশার। তবে আগামী ১০ তারিখ নিয়ে বেজায় এক্সাইটেড অভিনেত্রী।