এক বছর আগেই ভবিষ্যত নির্ধারণ হয়ে গিয়েছিল । এবার সেই পথে হেঁটেই বোয়িং কোম্পানি এবং প্লেনের প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা তাদের শেষ ৭৪৭ বোয়িং জাম্বো জেট প্রোগ্রামের সমাপ্তি ঘটালো ।
১৯৭০-এর দশক থেকে বিশ্বব্যাপী বিমান ভ্রমণকে যুগান্তকারী অনুভূতি প্রদান করে আসছিল বোয়িং সংস্থার অন্যতম ৭৪৭ বোয়িং জাম্বো জেট । তবে বর্তমানযুগের গতির সঙ্গে তাল মিলাতে না পেরে ক্রমশই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল বোয়িং । অবশেষে সমাপ্তি ঘটলো ৭৪৭ জাম্বো জেট প্রোগ্রামের ।
আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকা বোতসোয়া জুড়ে ২৭৫ টি হাতির মৃত্যু
বোয়িংয়ের অন্তর্গত “কুইন অব দ্য স্কাইস ”, ৪ টি ইঞ্জিন বিশিষ্ট জেটলাইনার বিশ্বের সবচেয়ে সহজে স্বীকৃত কার্গো বিমান পরিষেবা । ২০১৯ এর ফেব্রুয়ারীতে এই উড়ান সংস্থাটি সাফল্যের সঙ্গে তাদের ৫০ তম বছরের উড়ান সম্পূর্ণ করে ।
প্রবল সমস্যা থাকা সত্ত্বেও জাম্বো প্রাোগ্রামের বাতিল হওয়ার বিষয়টি দীর্ঘ সময় ধরে আদেশ এবং আর্থিক কারণে একরকম ঝুলে ছিল ।তবে বর্তমানে করোনাভাইরাস মহামারীর জের যাত্রী ভ্রমণ এবং নতুন জেটগুলির চাহিদাকেও অনেকাংশে ক্ষতিগ্রস্ত করেছে ।
বোয়িংয়ের কাছে যাত্রীবাহী সংস্করণের জন্য সর্বশেষ অর্ডারটি এসেছিল ২০১৭ সালে । ঠিক সেই সময় মার্কিন সরকার বোয়িংকে মার্কিন রাষ্ট্রপতি এবং বিমানবাহিনীর ব্যবহারের জন্য দুটি ৭৪৭-৮৮ জেটলাইনারকে পুনর্নির্মাণ করতে বলেছিল ।
আরও পড়ুন : চিনের জিনজিয়াং থেকে আমদানি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা
বোয়িংয়ের এক মুখপাত্র জানিয়েছেন,” আমাদের বর্তমান গ্রাহকের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ৭৪৭-৮ প্রোগ্রামের আগামি দুই বছরেরও বেশি উৎপাদন রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা উৎপাদন পরিকাঠামো ঠিক রাখতে এবং গ্রাহকের চাহিদা মেটাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবো।”
বিমান বিশেষজ্ঞদের মতে, বোয়িং ৭৪৭ এর পরবর্তী হিসেবে এয়ারবাস এসই এর এ ৩৮০ জাম্বো জেট সেই চাহিদা পূরণে অনেকাংশে সফল হবে ।
বোয়িং ৭৪৭ প্রোগ্রাম বাতিল করে দেওয়ার অর্থ সিয়াটেলের বাইরে বিশাল আকারের বিমানের যন্ত্রাংশ উৎপাদনের কারখানাগুলিও বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে রয়েছে কর্মা ছাঁটাই বন্ধ করে দেওয়ার জন্য চার্জ ও ছাঁটাইও হতে পারে।
আরও পড়ুন : বন্যা-ভূমিধসের কবলে দক্ষিণ জাপান, মৃত্যুর আশঙ্কা ২০
নিশ্চিত ভাবে না হলেও বোয়িং বর্তমান সময়ের কর্মকান্ডের দিকে তাকিয়ে ৭৪৭ জাম্বো জেটের দিন যে ঘনিয়ে এসেছে তা বলাই বাহুল্য ।