ইতিহাস নিয়ে বিস্তারিত জানতে চায় বোধি কিন্তু ম্যাম সিলেবাসের বাইরে যাবেন না, হেডটিচারের কাছে ইতিহাস ম্যামের নামেই কমপ্লেন করল বোধিসত্ত্ব

বোধিসত্ত্বের বোধবুদ্ধি

গতকাল টিভির পর্দায় শুরু হয়েছে জি-বাংলার নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু ছোট বালক বোধিসত্ত্ব’কে ঘিরে। যে নিজের বুদ্ধি দিয়ে মজার সব কাণ্ডকারখানা করে থাকেন। ধারাবাহিকের প্রথম এপিসোডেই দর্শকের মন জিতে নিয়েছে এই খুদে।

এবার ফ্যান পেজ থেকে ধারাবাহিকের নতুন একটি প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ছোট বোধিসত্ত্বের প্রশ্নের মুখে পড়ে বিপাকে ইতিহাস শিক্ষিকা। পড়াশুনো নিয়ে বিস্তারিত জানতে চায় বোধি কিন্তু ইতিহাস ম্যাম সিলেবাসের বাইরে এক পাতা যেতে রাজি নন। তাই ম্যামের বিরুদ্ধে হেডটিচারের কাছে ইতিহাস ম্যামের নামেই কমপ্লেন করে সে।

হেডটিচারের সামনে গিয়ে সে জানায়, “ইতিহাস মানে তো প্রাচীন যুগের গল্প। আর প্রাচীন যুগের ইতিহাস মানে যেখানে আমরা ডাইনোসরকে পাই, কিন্তু ডাইনোসরের কথা বললে ম্যাম বলছেন ওটা জীববিজ্ঞানের মধ্যে পড়ছে’।

রেগে গিয়ে হেডটিচারকে ইতিহাস ম্যাম জানায়, ‘কি বাঁদর ছেলে দেখেছেন ম্যাম”। তখন বোধিসত্ত্বকে হেডটিচার বোঝায়, “বোধি ধীরে ধীরে তুমি সবটা জানতে পারবে”। তখন বোধি বলে, “আর কত ধীরে ম্যাম, ১১ টায় ক্লাস শুরু হয় ম্যাম তো ১১.২৫-এ আসেন’। বলাই বাহুল্য ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে বেশ মজা পেয়েছেন দর্শক। ছোট বোধির অভিনয়ের প্রশংসাও জানিয়েছেন নেটিজেন।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here