মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখলেও কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘মিঠাই’ ধারাবাহিক। হ্যাঁ কথা হচ্ছে সৌমিতৃষা কুণ্ডু কে নিয়ে। ছোটপর্দা থেকে হাতেখড়ি, এরপর ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দা- ওটিটি সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন সৌমি।
টলিউড সুপারস্টার দেবের সাথে (প্রধান ছবিতে) প্রথম বিগ স্ক্রিনে ডেবিউ, এরপর হইচইয়ের ‘কালরাত্রি’ সিরিজেও নজর কেড়েছেন মিঠাইরানী। আর এই কাজের কারনেই নায়িকার মাথায় সাফল্যের মুকুট।
জানা যাচ্ছে, দর্শকদের বিচারের নিরিখে হইচইয়ে সবচেয়ে বেশি সার্চ হওয়া ছবি ও সিরিজের তালিকায় রয়েছে ‘প্রধান’ ও ‘কালরাত্রি’। সৌমিতৃষার ফ্যানক্লাব ‘হার্ট সে সৌমিতৃষা’-এর পক্ষ থেকে একটি পোস্টের মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে।
পেজের পক্ষ থেকে হইচইয়ের প্পুলার সার্চের একটি স্ক্রিনশর্ট শেয়ার করে ক্যাপশনে লেখা, সৌমিতৃষা ভক্তদের জন্য খুবই আনন্দের খবর.. সৌমিতৃষার করা লাস্ট দুটি কাজ “প্রধান” এবং “কালরাত্রি” যেই দুটি হইচই তে স্ট্রীমিং হয়েছে সেই দুটি কাজই বর্তমানে “POPULAR SEARCHES OF HOICHOI ” টপ পজিশনে রয়েছে। সত্যি কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা সৌমিকে দেখলেই বোঝা যায় ( Miles to go our girl)।