যাদের জগৎ-জোড়া খ্যাতি, তাদের মধ্যেই একজন হলেন বীরভূমের এক দরিদ্র বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করতে করতে গান ধরে ছিলেন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম…সেই গানের মাধ্যমেই রাতারাতি সেলিব্রেটি হয়ে গিয়েছেন তিনি।
বলি -টলি সেলেবরাও ভুবনবাবুর গানের প্রশংসা করেছেন। সেই দরিদ্র বাদাম ফেরিওয়ালা আজ সেলিব্রেটি হয়ে উঠেছেন। সংবর্ধনা থেকে মিউজিক ভিডিও লক্ষাধিক টাকার চুক্তি। দিনের পর দিন তার জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। কখনো স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’-তে অংশ নিচ্ছেন আবার কখনো দাদাগিরি’র মঞ্চে প্রথম হয়ে পুরস্কার পাচ্ছেন।
কিছুদিন আগে যাত্রাপালায় অভিনয়ও করেছেন। তবে এবার শোনা যাচ্ছে ভুবনবাবু কলকাতা ছেড়ে পাড়ি দিচ্ছেন দিল্লি। রাজধানীর বুকে এবার শো করবেন তিনি, এক ইউটিউব চ্যানেলে নিজেই সেকথা জানিয়েছেন ‘কাঁচা বাদাম’ গায়ক। এই ভিডিওতে তাকে ভাঙাচোরা হিন্দিতে কথা বলতে দেখা গেছে। তাহলে এবার রাজধানীর বুকে বাজবে ‘কাঁচা বাদাম’।